বিদ্যালয়টি ১৯৫২ সালে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়ে ১৯৭৩ সালে জাতীয়করন করা হয়। বিদ্যালয়টি সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিন বানীগ্রাম ইউনিয়েনে অবস্থিত। বিদ্যালয়ে ০২ জন শিক্ষক, ০২ জন শিক্ষিকা , ০১ জন দপ্তরী কাম প্রহরী কর্মরত আছেন। বিদ্যালয়ে অনুমোদিত পদ সংখ্যা ০৬্ বর্তমানে ০২ শূন্য পদ রয়েছে। বিদ্যালয়ে ১ তলা ২টি পাকা ভবন সহ খেলার মাঠ রয়েছে।
বিদ্যালয়ে মোট ভূমির পরিমান .25 শতক।
১ম শ্রেনী-৬৪ জন
২য শ্রেনী-৯৫ জন
৩য় শ্রেনী-১০৯ জন
৪র্থ শ্রেনী-৭০ জন
৫ম শ্রেনী-৪৪ জন।
পরিচালনা কমিঠি:
আব্দুল বাসিত-------- সভাপতি
মরিয়ম বেগম------সদস্য
ফজলুল কিবরিয়া ------সদস্য
ফখরুল আলম----- সদস্য
আমিন উদ্দিন সদস্য হেরাল আহমদ ---সদস্য সচিব
বিগত ৫ বছরের সমাপনী পরিক্ষার ফল:
২০০৮--------৯১%
২০০৯--------৯২%
২০১০--------১০০%
২০১১-------১০০%
২০১২-------৯৮%
প্রতিষ্ঠানের অর্জন:
২০১১ সালে বৃত্তি ০২ টি।
ট্যালেন্টফুল ০১ টিভ
২০১০ সালে সাধারন বৃত্তি ০২ টি।
১৯৮৫ সালে হতে ২০১২ সালে পর্যন্ত প্রাপাত বৃত্তি ১৫ টি।
যোগাযোগ ব্যবস্থা:
কানাইঘাট উপজেলা হইতে বুরহান উদ্দিন রাস্থা দিয়ে ধলিবিল দক্ষিন থেকে ব্রাহ্মন গ্রাম কাচা পাকা সঙয়োগ রাস্থা হয়ে সুরমা নদীর তীরে বিদ্যালয়টি অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস